বাংলায় কি আর ঈ-কার নেই???
'সহকারি' শব্দটির সাথে আমার প্রথম পরিচয় হয় ২০১২ সালের শেষ দিকে। জনাব জাহিদুল ইসলাম আমাকে একটা ভিজিটিং কার্ড দেন যাতে লেখা ছিল "সহকারি শিক্ষক, বাংলা"। 'সহকারি' শব্দটি দেখে বিভ্রান্ত হয়েছিলাম। বাংলার শিক্ষক তো বাংলায় ভুল করার কথা না! ভেবেছিলাম- কি জানি হয়তো বাংলা বানান থেকে ঈ-কার উঠে গেছে। তবে কি 'জীবন' হয়ে গেছে 'জিবন'? 'নদী' হয়ে গেছে 'নদি'? 'বীর' হয়ে গেছে 'বির'? ইদানীং দেখছি বিজ্ঞ কলেজ শিক্ষকবৃন্দও জেনে-বুঝে 'সহকারি অধ্যাপক' লিখছেন। 'সহযোগি অধ্যাপক' লিখতেও কাউকে কাউকে কদাচিৎ দেখা যায়। তবে কি 'সরকারি' বানানের মতো সব বানানেই ই-কার চালু হয়ে গেছে? একজন বিজ্ঞ ব্যক্তি তো বলেই ফেললেন, " শুনেন, 'শাড়ী' যদি 'শাড়ি' হয়, 'গাড়ী' যদি 'গাড়ি' হয়, 'বাড়ী' যদি 'বাড়ি' হয়, 'হাতী' যদি 'হাতি' হয়, 'পাখী' যদি 'পাখি' হয়, 'ইংরেজী' যদি 'ইংরেজি' হয়, 'সরকারী' যদি 'সরকারি' হয়- তবে 'সহকারি',