বাংলা বানানে ও-কার নিয়ে যত গণ্ডগোল ও বিভ্রান্তি!
বাংলা বানানকে সহজ ও সাবলীল করতে বাংলা একাডেমী (যদিও 'একাডেমী' বানান নিয়েই রয়েছে শত বিভ্রান্তি!) "প্রমিত বাংলা বানানরীতি" প্রণয়ন করার পর থেকে বাংলা বানান শুদ্ধ হওয়ার পরিবর্তে ভুলের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
অর্থের বিভ্রান্তি দূর করার জন্য বাংলা একাডেমী নতুন বানানরীতিতে অনেকক্ষেত্রে ও-কার সংযোজন করেছে। কয়েকটি উদাহরণ দিচ্ছি:-
গেল = যাওয়া ( went)
যেমন:- ছেলেটি কোথায় গেল?
গেলো = গলাধঃকরণ করা (swallowing)
যেমন:- ভালো না লাগলেও ওষুধ গেলো।
কেন = why
যেমন:- বাংলা এত কঠিন কেন?
কেনো = ক্রয় করো (buy)
যেমন:- আমার জন্য বইটি কেনো?
কর = হাত (hand)
যেমন:- করজোড়ে ক্ষমা চাই।
করো = do
যেমন:- আমাকে ক্ষমা করো।
হত = আহত (injured)
যেমন:- হত হৃদয়ে সে বলল, " আমি ভালো নেই।"
হতো = হওয়া
যেমন:- বাংলা সহজ হলে ভালো হতো।
মত = মতামত (opinion)
যেমন:- এই বিয়েতে আমার মত নেই।
মতো = সদৃশ
যেমন:- তুমি দেখতে তোমার মায়ের মতো।
ভাল = কপাল
যেমন:- এই ছিল মোর ভালে?
ভালো = good
যেমন:- এটা তো খুব ভালো।
হল = hall
যেমন:- সে সিএম হলে থাকে।
হলো = হয়েছিল
যেমন:- আমার কী যে হলো!
কাল = tense
যেমন:- ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার।
কালো = black
যেমন:- সে দেখতে কালো।
আসুন, বানানের সূত্রটি দেখে নিই:-
অনুজ্ঞাবাচক ক্রিয়া পদ এবং বিশেষণ ও অব্যয় পদ বা অন্য শব্দ যার শেষে ও-কার যুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি বা বিলম্ব সৃষ্টি হতে পারে এমন শব্দে ও-কার ব্যবহার হবে।
যেমন শুদ্ধ প্রয়োগ:-
মতো, হতো, হলো, কেনো (ক্রয় করো), ভালো, কালো, আলো ইত্যাদি।
বিশেষ ক্ষেত্র ছাড়া ও-কার ব্যবহার করা যাবে না।
যেমন শুদ্ধ প্রয়োগ:-
ছিল, করল, যেন, কেন (কীজন্য), আছ, হইত, হইল, রইল, গেল, শত, যত, তত, কত, এত ইত্যাদি।
ভুল প্রয়োগ:-
ছিলো, করলো, যেনো, কেনো ( why অর্থে), আছো, হইতো, হইলো, রইলো, গেলো (যাওয়া অর্থে), শতো, যতো, ততো, কতো, এতো ইত্যাদি।
কিন্তু, বর্তমানে আমরা প্রয়োজনে, অপ্রয়োজনে যত্রতত্র ও-কার ব্যবাহার করছি।
লেখা ও গবেষণা
ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
০১৭৮৫-৫৬২০৮০
___________________________________________________
অর্থের বিভ্রান্তি দূর করার জন্য বাংলা একাডেমী নতুন বানানরীতিতে অনেকক্ষেত্রে ও-কার সংযোজন করেছে। কয়েকটি উদাহরণ দিচ্ছি:-
![]() |
ছবিটি প্রতীকী (ফেসবুক থেকে সংগৃহীত) |
গেল = যাওয়া ( went)
যেমন:- ছেলেটি কোথায় গেল?
গেলো = গলাধঃকরণ করা (swallowing)
যেমন:- ভালো না লাগলেও ওষুধ গেলো।
কেন = why
যেমন:- বাংলা এত কঠিন কেন?
কেনো = ক্রয় করো (buy)
যেমন:- আমার জন্য বইটি কেনো?
কর = হাত (hand)
যেমন:- করজোড়ে ক্ষমা চাই।
করো = do
যেমন:- আমাকে ক্ষমা করো।
হত = আহত (injured)
যেমন:- হত হৃদয়ে সে বলল, " আমি ভালো নেই।"
হতো = হওয়া
যেমন:- বাংলা সহজ হলে ভালো হতো।
মত = মতামত (opinion)
যেমন:- এই বিয়েতে আমার মত নেই।
মতো = সদৃশ
যেমন:- তুমি দেখতে তোমার মায়ের মতো।
ভাল = কপাল
যেমন:- এই ছিল মোর ভালে?
ভালো = good
যেমন:- এটা তো খুব ভালো।
হল = hall
যেমন:- সে সিএম হলে থাকে।
হলো = হয়েছিল
যেমন:- আমার কী যে হলো!
কাল = tense
যেমন:- ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার।
কালো = black
যেমন:- সে দেখতে কালো।
আসুন, বানানের সূত্রটি দেখে নিই:-
অনুজ্ঞাবাচক ক্রিয়া পদ এবং বিশেষণ ও অব্যয় পদ বা অন্য শব্দ যার শেষে ও-কার যুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি বা বিলম্ব সৃষ্টি হতে পারে এমন শব্দে ও-কার ব্যবহার হবে।
যেমন শুদ্ধ প্রয়োগ:-
মতো, হতো, হলো, কেনো (ক্রয় করো), ভালো, কালো, আলো ইত্যাদি।
বিশেষ ক্ষেত্র ছাড়া ও-কার ব্যবহার করা যাবে না।
যেমন শুদ্ধ প্রয়োগ:-
ছিল, করল, যেন, কেন (কীজন্য), আছ, হইত, হইল, রইল, গেল, শত, যত, তত, কত, এত ইত্যাদি।
ভুল প্রয়োগ:-
ছিলো, করলো, যেনো, কেনো ( why অর্থে), আছো, হইতো, হইলো, রইলো, গেলো (যাওয়া অর্থে), শতো, যতো, ততো, কতো, এতো ইত্যাদি।
কিন্তু, বর্তমানে আমরা প্রয়োজনে, অপ্রয়োজনে যত্রতত্র ও-কার ব্যবাহার করছি।
লেখা ও গবেষণা
ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
০১৭৮৫-৫৬২০৮০
___________________________________________________
![]() |
ওয়াদুদ খানের সাড়া জাগানো রোম্যান্টিক কমেডি "ফ্যান্টাসি ২" |
দাঁড়ালো, হাসলো কী হবে? দাঁড়াল, হাসল?
উত্তরমুছুন