বেহাল বাংলায় আজ "ই" এবং "য়" একাকার !


বাংলা বানানের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। 
তাহলে খুলেই বলি ঘটনাটা-  

বর্তমানে ফেসবুক প্রজন্ম যেভাবে বাংলা বানান চর্চা করছে তাতে অদূর ভবিষ্যতে বাংলায় শুদ্ধ বাক্য খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। একটি ভুল বাক্য দীর্ঘদিন চলতে থাকলে, একটা সময় সেই ভুল বাক্যটিই সবার কাছে শুদ্ধ মনে হয়। যেমন, "মামু, আমি সুইসাইড খামু।" সুইসাইড কীভাবে খায়? এটা কি খাদ্যদ্রব্য? কিন্তু এখন বাক্যটি তুমুল জনপ্রিয়।

ইদানীং "ই"-এর স্থলে "য়" লেখাটা ফ্যাশনের পর্যায়ে চলে গেছে। অনেকেই ভাবতে পারেন- যেকোনো একটা দিলেই হলো। অনেকটা "ই-কার" এবং "ঈ-কার" একাকার হয়ে যাবার মতো।  ই-কার এবং ঈ-কারের উপর লেকচার পড়তে কিক্ল করুন এখানে 

আপনারাই বলুন, "হাই" এবং "হায়" কি এক?
হাই = hi
যেমন- হাই, কেমন আছো? 
আবার, 
হায় =alas 
যেমন- হায়! আমার বাবা আর নেই! 

(নিচে দেয়া ছবিটির দিকে লক্ষ করুন। ডান কোনায় লেখা আছে- "এখানে গুরুর দুদের নাল চা, কপি, শিংগারা, বিরি-ছিক্রেট ও বিক্যাশ কড়া যাই।" কোনো বানান সচেতন ব্যক্তি যদি একটু খেয়াল করে দেখেন, তবে এমন হাজারো সাইনবোর্ড, বিলবোর্ড, পোস্টার, লিফলেট চারপাশে দেখতে পাবেন।) 

ছবিটা প্রতীকী: সারাদেশে এরকম দৃশ্য প্রায়ই চোখে পড়ে

অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিদেরও লিখতে দেখা যায়-
"সবায় সুখ চায়।"
"আমার কেউ নায়।"
"আমি শান্তি চায়।"
"শীতার্তদের পাশে দাঁড়ায়।"
"নৌকায় ভোট চায়।"
"তারা শান্তি চাই।"
"কোথাও শান্তি নেয়।"
উপরের সবগুলো বাক্যই অশুদ্ধ।
"য়" এবং "ই"- এর পার্থক্য বোঝার চেষ্টা করুন।

আরও খেয়াল করুন-
সভায় = সমাবেশে
কিন্তু, "সবায়" বহুল ব্যবহৃত একটি ভুল শব্দ। 
সবাই = all
যেমন: আপনারা সবাই সভায় আসুন।
ইদানীং "সবাই"-এর স্থলে অনেকেই "সবায়" লিখে থাকেন। অথবা, তারা শুদ্ধ বানান টাইপ করতে পারেন না। অভ্রতে i = ই; y = য় হয়।  

নেই = having nothing
যেমন: আমার কিছু নেই = I have nothing.
নেই = Take
যেমন: আমি টাকা নেই (নিই লেখা উত্তম) = I take money.
সে টাকা নেয় = He takes money.

নায় = নৌকায়
যেমন: আমি চড়বো না তোর ভাঙ্গা নায়।
নাই = vacant
যেমন: পদ খালি নাই।
না = নৌকা
যেমন: না নিয়ে গেল বোয়াল মাছে। তাইনা দেখে ভোঁদড় নাচে। 
না = no
যেমন: মাদককে না বলুন।

চায় = তাকায়
যেমন: নাম মেয়েটির চায়না
           আমার দিকে চায় না
চায় = in tea
যেমন: চায় চিনি চাই।
চায় = want
যেমন: চাচা চা চায়।
          আমি চা চাই।
          আমরা চা চাই।
"চাই" এবং "চায়"-এর মধ্যে পার্থক্য খেয়াল রাখুন।

আশাকরি, এখন "ই" এবং "য়"-এর পার্থক্য ধরতে পেরেছেন।

প্রভাষক, ইংরেজি 
০১৭৮৫-৫৬২০৮০






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা বানানে ও-কার নিয়ে যত গণ্ডগোল ও বিভ্রান্তি!

(পর্ব-২) গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ (বাংলা) বানান (শিক্ষার্থীদের জন্য জরুরী)

এসএসসি, এইচএসসি-সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাংলা (অশুদ্ধ-শুদ্ধ) বানানের তালিকা (পর্ব-১)