প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে প্রচলিত যত ভুল: মাগনা ক্লাস অন বাংলা

বাংলা মাতৃভাষা হলেও, প্রকৃত চর্চার অভাবে ভুল বানানের শেষ নেই আমাদের।
প্রতীকী ছবি
নিচে দেখুন ইংরেজি কিছু শব্দ যা আমরা বাংলায় প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি, অথচ এর বানানগুলো ভুল।
ষ্টেশন, ষ্টোর, ষ্টেশনারী, গ্রীণ, ফীলীং, প্যাথলজী, ইউরলজী, কীডনী, লীভার, জন্ডিছ, নোটিশ, পুলিশ, টেনসন, এন্ড, বেট, চেট, ডেইলী, পানিসমেন্ট  ইত্যাদি। 

এই শব্দগুলোর শুদ্ধরূপ হচ্ছে-
স্টেশন, স্টোর, স্টেশনারি, গ্রিন, ফিলিং, প্যাথলজি, ইউরোলজি, কিডনি, লিভার, জন্ডিস, নোটিস, পুলিস, টেনশন, অ্যা, ব্যাট, চ্যাট, ডেইলি, পানিশমেন্ট  ইত্যাদি। 

আমাদের মনে রাখতে হবে ইংরেজি থেকে বাংলায় প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে নিম্নোক্ত "বর্ণ এবং কার-চিহ্ন" ব্যবহার করা যাবে না। যথা- 
ণ, ষ, ঊ,  ূ-কার, ী-কার, ঈ, ঋ, ঋ-কার, ঘ, ছ, ঝ, ঠ, ড়, ঢ, ঞ, য  ইত্যাদি। 

একনজরে দেখে নিন কিছু অশুদ্ধ থেকে শুদ্ধ বানান। নিজেই নিয়ম বোঝার চেষ্টা করুন। 
    অশুদ্ধ - শুদ্ধ 
  • ফীলীং - ফিলিং 
  • ফীটিং - ফিটিং
  • কীলার - কিলার 
  • রূল - রুল 
  • ষ্টিমার - স্টিমার বা ইস্টিমার 
  • চেটিং - চ্যাটিং 
  • একাডেমী -  অ্যাকাডেমি 
  • প্রীটেষ্ট - প্রিটেস্ট 
  • কৃকেট - ক্রিকেট 
  • থৃ - থ্রি
  • থ্রী - থ্রি 
  • ফ্রী - ফ্রি 
  • টেনসন - টেনশন (sion বা tion = শন) 
  • পেনসন - পেনশন
  • পুলিশ - পুলিস (ce = স) (পুলিশ শব্দটি প্রচলিত)
  • নোটিশ - নোটিস (নোটিশ শব্দটি প্রচলিত) 
  • গ্রীণ টি - গ্রিন টি 
  • এইটীন - এইটিন 
  • টীনেজার - টিনেজার 
  • এণ্ড - অ্যান্ড 
  • বেট - ব্যাট 
  • কেট - ক্যাট 
  • চেট - চ্যাট 
  • ইয - ইজ (is) 
  • দোস - দৌজ (those) 

আরও ক্লাস পেতে এখানে ভিজিট করুন । লাইক দিয়ে কানেক্টেড থাকুন।

প্রভাষক, ইংরেজি বিভাগ
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা বানানে ও-কার নিয়ে যত গণ্ডগোল ও বিভ্রান্তি!

(পর্ব-২) গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ (বাংলা) বানান (শিক্ষার্থীদের জন্য জরুরী)

এসএসসি, এইচএসসি-সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাংলা (অশুদ্ধ-শুদ্ধ) বানানের তালিকা (পর্ব-১)