পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাগনা ক্লাস অন বাংলা

ছবি
ইংরেজি শব্দের বাংলা উচ্চারণে অনেকক্ষেত্রে বাড়তি "ই" ধ্বনি উচ্চারণের প্রয়োজন পড়ে, কিন্তু বাংলা এসব শব্দ "ই' ধ্বনি ছাড়াই প্রচলিত।  একনজরে দেখে নিন-  Aim = এইম   Bai l = বেইল Bake = বেইক   Cake = কেইক   Case = কেইস   Came = কেইম Change = চেইঞ্জ Chain = চেইন Date = ডেইট   Fake = ফেইক   Face = ফেইস   Gate = গেইট Gain = গেইন Hate = হেইট   Lame = লেইম   Lane = লেইন Make = মেইক Main = মেইন Name = নেইম   Page = পেইজ   Pain = পেইন Rate = রেইট   Rain = রেইন Same = সেইম   Shame = শেইম   Shake = শেইক   Take = টেইক    ইত্যাদি। উদাহরণগুলো কয়েকবার পড়ে একটি সূত্র দাড় করিয়ে নিন। ওয়াদুদ খান   প্রভাষক, ইংরেজি সদরপুর সরকারি কলেজ

প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে প্রচলিত যত ভুল: মাগনা ক্লাস অন বাংলা

ছবি
বাংলা মাতৃভাষা হলেও, প্রকৃত চর্চার অভাবে ভুল বানানের শেষ নেই আমাদের। প্রতীকী ছবি নিচে দেখুন ইংরেজি কিছু শব্দ যা আমরা বাংলায় প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি, অথচ এর বানানগুলো ভুল। ষ্টেশন, ষ্টোর, ষ্টেশনারী, গ্রীণ, ফীলীং, প্যাথলজী, ইউরলজী, কীডনী, লীভার, জন্ডিছ, নোটিশ, পুলিশ, টেনসন, এন্ড, বেট, চেট, ডেইলী, পানিসমেন্ট   ইত্যাদি।  এই শব্দগুলোর শুদ্ধরূপ হচ্ছে- স্টেশন, স্টোর, স্টেশনারি, গ্রিন, ফিলিং, প্যাথলজি, ইউরোলজি, কিডনি, লিভার, জন্ডিস, নোটিস, পুলিস, টেনশন, অ্যা, ব্যাট, চ্যাট, ডেইলি, পানিশমেন্ট   ইত্যাদি।  আমাদের মনে রাখতে হবে ইংরেজি থেকে বাংলায় প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে নিম্নোক্ত "বর্ণ এবং কার-চিহ্ন" ব্যবহার করা যাবে না। যথা-  ণ, ষ, ঊ,  ূ-কার, ী-কার, ঈ, ঋ, ঋ-কার, ঘ, ছ, ঝ, ঠ, ড়, ঢ, ঞ, য  ইত্যাদি।  একনজরে দেখে নিন কিছু অশুদ্ধ থেকে শুদ্ধ বানান। নিজেই নিয়ম বোঝার চেষ্টা করুন।      অশুদ্ধ - শুদ্ধ  ফীলীং - ফিলিং  ফীটিং - ফিটিং কীলার - কিলার  রূল - রুল  ষ্টিমার - স্টিমার বা ইস্টিমার  চেটিং - চ্যাটিং  একাডেমী -  অ্যাকাডেমি  প্রীটেষ্ট - প্রিটেস্ট  কৃকেট -