পোস্টগুলি

আগস্ট, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বুলবাল ভাংলা (ভুলভাল বাংলা)

ছবি
সেই ২০০৪ সালের কথা। আমার ছাত্র ছিল হামিদুল। মাঝে মাঝে কথার ছলে বলতো,  "স্যার, আমার খালি বান্নাম ভূল হয়।"  আমার হাসি পেত। বলতাম, 'বান্নাম' নয়, হবে- 'বানান'। আর 'ভূল' হবে না। হবে- 'ভুল'। হেসে উত্তর দিত সে, "দেখলেন তো ভুলের বানানও ভুল।" ভুলভাল বাংলার একটি বাস্তব চিত্র ইদানীং ফেসবুকের দিকে তাকালে বড্ড হতাশ হই। বাংলা বানানের শুদ্ধতার দিকে কারও এতটুকু নজর নেই।   সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম- "অদবুত ওঠের পিটে চলেসে স্বদ্বেষ" দয়াকরে ভাববেন না, আপনাদেরকে সস্তা বিনোদন দিতে এসব কথা মেগাবাইট খরচ করে লিখছি। আপনিও একটু চারপাশে তাকিয়ে দেখুন, চোখে পড়বে। আমাকে এক ছাত্র সেদিন একটা মেসেজ দিলো। ছাত্রটির ফেসবুক নাম 'আমি সুদু তুমার' । ছাত্রটি লিখেছে- "সার, আপনের লেকা পরে বেপুক বিনুদুন পাই।" মেসেজটি পড়ে একাই হাসতে থাকি। রিপ্লাইয়ে লিখে দেই- "কপাল ভালো যে আমাকে 'সার' বলেছো, 'ষাঁড়' বলো নাই। বাংলা বানানের নিয়ম কানুন মানছে না কেউই।  সবাই যেন ধরেই নিয়েছ