মাগনা ক্লাস অন বাংলা
ইংরেজি শব্দের বাংলা উচ্চারণে অনেকক্ষেত্রে বাড়তি "ই" ধ্বনি উচ্চারণের প্রয়োজন পড়ে, কিন্তু বাংলা এসব শব্দ "ই' ধ্বনি ছাড়াই প্রচলিত। একনজরে দেখে নিন- Aim = এইম Bai l = বেইল Bake = বেইক Cake = কেইক Case = কেইস Came = কেইম Change = চেইঞ্জ Chain = চেইন Date = ডেইট Fake = ফেইক Face = ফেইস Gate = গেইট Gain = গেইন Hate = হেইট Lame = লেইম Lane = লেইন Make = মেইক Main = মেইন Name = নেইম Page = পেইজ Pain = পেইন Rate = রেইট Rain = রেইন Same = সেইম Shame = শেইম Shake = শেইক Take = টেইক ইত্যাদি। উদাহরণগুলো কয়েকবার পড়ে একটি সূত্র দাড় করিয়ে নিন। ওয়াদুদ খান প্রভাষক, ইংরেজি সদরপুর সরকারি কলেজ